প্রধান মেনু

শরনখোলায় ডলফিন সংরক্ষনে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা

নজরুল ইসলাম্ আকন ।।
বাগেরহাটের শরনখোলায় ডলফিন সংরক্ষনে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় শিক্ষার্থীদের অনুপ্রানীত করতে চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০ টায় উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ডলফিনের প্রয়োজনীয়তা ও তার আবাস্থলের হুমকি ও করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন প্রজেক্ট ফেসিলেটেটর জুবাইর হুসনি ফাহাদ । এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ফেসিলেটেটর নূরুজ্জামান, সিএমসির সদস্য স্বরন কুমার চৌহান সহ স্থানীয় সুধী ও প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী । অনুষ্ঠান সঞ্চালনার দায়ীত্বে ছিলেন শিক্ষক জাহাঙ্গীর হোসেন, টাইগার প্রজেক্টের শরনখোলা প্রতিনিধি মোঃ আলম হাওলাদার। চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেওয়া হয়।
উন্নয়ন সংস্থা ইউ,এন,ডি,পি ও জেফ এর অর্থ্যায়নে বাংলাদেশ বনবিভাগ ও আই ইউ বিএন ও সি এন আর এন সহযোগীতায় এ প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*