প্রধান মেনু

লোকালয়ে আসা হরিণটিকে বাঁচানো যায়নি

 

শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি ।। বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে লোকালয়ে আসা চিত্রল হরিণটিকে বাঁচানো যায়নি। উদ্ধার হওয়ার ২০ ঘণ্টা পর শরণখোলা রেঞ্জ অফিসে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬ টায় মারা যায় হরিণটি।

এর আগে রোববার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকায় সগির ঘরামির বাড়িতে এসে আশ্রয় নেয় একটি চিত্রল হরিণ। পরে গ্রামবাসী এ সংবাদ পেয়ে সেখানে হাজির হয়ে হরিণটিকে উদ্ধার করে। এ সময় সিপিজি,ওয়াইল্ড লাইফ ও বাঘবন্ধু কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

বনসুরক্ষা বিষয়ক কমিটি সিপিজির টিম লিডার মো: খলিলুর রহমান ও শহিদুল ইসলাম সাচ্চু জানান, তারা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় তিনফুট লম্বা মালি হরিণটি উদ্ধার করেন। এ সময় ধ্বস্তা ধস্তিতে এটি কিছুটা আহত হয়। গর্ভবতী হরিণটি সুন্দরবনের বাঘের তাড়া খেয়ে অথবা পথ ভুলে লোকালয়ে এসেছিলো বলে ধারনা করছেন তারা। চিকিৎসা দিয়েও হরিণটিকে বাঁচানো গেলনা বলে দুঃখ প্রকাশ করেন তারা।

পূর্ব সুন্দরবনের শরণখোল ষ্টেশন কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, সহব্যাবস্থাপনা কমিটি সিপিজি, ভিটিআরটির সদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়া হরিণটিকে রেঞ্জ অফিসে এনে অবমুক্ত করার সময় অসুস্থ দেখা যায়। পরে উপজেলা ভেটেরিনারী চিকিৎসকের মাধ্যমে রাতভর চিকিৎসা দেয়া হলেও হরিণটিকে বাঁচানো গেলনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী হরিণটিকে রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে।

উপজেলা প্রানী সম্পদ বিভাগের চিকিৎিসক মো: সিরাজুল ইসলাম জানান, উদ্ধার করার সময় আতংকিত হয়ে হরিণটি দীর্ঘ সময় ছুটাছুটি করতে ছিলো সে সময় হয়তো আঘাত প্রাপ্ত হয়েছে। হরিণটির গায়ে অনেক জ্বর ছিলো এবং বাম চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে ।###

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*