প্রধান মেনু

সুন্দরবন থেকে ১০ হরিণ শিকারি আটক

শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের বড় জামতলা থেকে ১০ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীর। মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে। এর আগে রবিবার বিকেল ৫টার দিকে দুবলার চরের আলোরকোলের বড় জামতলা এলাকা থেকে আটক করা হয় তাদের। তাদের কাছ থেকে সাড়ে ৭০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, দুইটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।
আটক শিকারিরা হলেন বংকেশ মন্ডল, দেবাশীষ মন্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার। এই শিকারিদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে বনবিভাগ।
পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, আটক শিকারিরা দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত রাস উৎসবের উদ্দেশে পূণ্যার্থী হিসেবে আসে। কিন্তু তারা উৎসবে অংশগ্রহন না করে হরিণ শিকারে লিপ্ত হয়। তারা বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি। ##






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*