প্রধান মেনু

শরণখোলায় সামুদ্রিক মৎস্য প্রজননের জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো.আনোয়ার হোসেন।।

শরণখোলায় সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মৎস্য প্রজননের সুবিধার্থে সমুদ্রে ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধের উপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (মঙ্গলবার) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার মৎস্যজীবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা উপ-সহকারী পরিচালক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা অমল কান্তি রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌ বাহিনীর লেপ্টেন্যান্ট মোঃ ইনজামুল হক, শরণেখালা স্টেশন কোষ্ট গার্ড কন্টিজেন কমান্ডার মোঃ নজরুল ইসলাম, শরণখোলা স্টেশন কর্মকর্তা সামছুল হক, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম ও কচুয়া সিনিয়র উপজলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোরেলগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*