প্রধান মেনু

শরণখোলায় পানিতে ডুবে তৃতীয় শ্রেনীতে পডুয়া এক শিশুর মৃত

রিপোর্ট নজরুল ইসলাম আকন ।।

বাগেরহাটের শরণখোলায় মায়ের সাথে নানা বাড়িতে বেড়ানো হলোনা তৃতীয় শ্রেনীর ছাত্র সজীব হোসেনের। সজীব শনিবার দুপুর ১২ টার দিকে বড় ভাই সিয়ামুলের সাথে নানা বাড়ির পাশের গোলবুনিয়া খালে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।

সাতার না জানা সজীব একটি কলা গাছের ভেলা ধরে বাচার চেস্টা করেও ব্যর্থ হয়। এসময় সজীবের বড় ভাই সিয়ামুল (১৫) এবং অপর শিশু আবীর ছোট একটি নৌকায় খেলছিলো। তারা কিছু সময় পর সজীবকে দেখতে না পেয়ে খোজাখুজি করে এবং বাড়ির লোকজনকে খবর দেয়।

খোজ করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এক সময় তারাও ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হলে তারা এদিন বিকেল ৫ টার দিকে মধ্য খাল থেকে শিশু সজীবের মৃত দেহ উদ্ধার করেন। সজীবের বাবা সিদ্দিকুর রহমান খুলনার একটি মসজিদে ইমামতি করেন।

করোনার কারনে ছুটি পেয়ে গত ২০ মার্চ  উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে নানা সুলতান সিকদারের বাড়িতে বেড়াতে আসে সজীব। সজীবের পারিবারিক সূত্রে এ তথ্য জানাযায়। ঘঠনায় এলাকায় শোকের ছায়া নামে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*