প্রধান মেনু

খুব শীঘ্রই শরণখোলায় পর্যটন কেন্দ্র করা হবে – উপমন্ত্রী হাবিবুন নাহার

.

শরণখোলা প্রতিনিধি ঃ
পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, সুন্দরবন রক্ষায় বনের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প কর্মসংস্থানের দিকে আত্মনিয়োগ করতে হবে। বন বাঁচলে আমরা বাঁচবো। অচিরেই সুন্দরবনের শরণখোলায় পর্যটন কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। সকলকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। সোমবার সকালে বাগেরহাটের শরণখোলায় শরণখোলা রেঞ্জ সহব্যবস্থাপনা সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বন উপমন্ত্রী এ সব কথা বলেন।


শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট -৪ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন ও সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার, সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এম ওয়াদুদ আকন, মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, মৎস্যজীবি রফিকুল ইসলাম কালাম, সোলায়মান হোসেন, ইউপি সদস্য বাচ্চু মুন্সি, সিপিজি সদস্য খলিলুর রহমান প্রমূখ। মতবিনিময় সভায় সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, মৎস্যজীবি, মৎস্যব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরবনে মাছ ধরা সহ বনজ সম্পদ আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানান।##






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*