প্রধান মেনু

বঙ্গোপসাগরে বাংলাদেশী জলসিমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে

আবারও ২৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী

বাগেরহাট প্রতিনিধি ।।
বঙ্গোপসাগরে বাংলাদেশী জলসিমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে এমভি স্বর্ণা দীপ ও আমরিছা নামের ২ টি ফিশিং ট্রালারসহ ২৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী।

শুক্রবার বিকেল ৪টায় আটককৃত জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষে এসএম ভুইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আটককৃতরা হলেন, হরিরঞ্জন, শুকুমার দাস, শ্রিমন্ত দাস, নিরোদ দাস, বিশ্বজিদ সাহা, অনীল পুরকাইত, গুরুপদ জানা, তপন পুরকাইত, বিজয় দাস, নিরঞ্জন দাস, প্রনব মন্ডল, আপান্না, কালিপদ সমন্ত, কার্তিক জেনা, দুদ কুমার ভুইয়া, আভি, পাওলিয়া, নারী সাম্মা, দানিয়া, রামু, রাম, আপ্পানা।

এসব জেলেদের বাড়ি ভারতের কোলকাতার চব্বিশ পরগোনা ও বিজয় নগর এলাকায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনী ২টি ট্রলারসহ ২৩ জেলেকে আটক করে।

আটক জেলেদের শুক্রবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করে। আমরা আইনী প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে পাঠিয়েছি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*