প্রধান মেনু

আহত অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার

শফিকুল ইসলাম মাসুম,বাগেরহাটঃ

সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে আহত অবস্থায় একটি মায়া হরিণ (বাকিং ডেয়ার) উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রাম থেকে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে বন বিভাগ।

উদ্ধারের পর হরিণটিকে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। হরিণটি বাঘের তাড়া খেয়ে ঢাংমারী খাল পার হয়ে ওই গ্রামে ঢুকে পড়ে বলে বন বিভাগ জানায়।

সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘে হরিণটিকে ধরার জন্য ধাওয়া করে থাবা দেয়। হরিণটি দৌড়ে খাল পার হয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রামে প্রবেশ করে। এরপর ভিটিআরটি এবং গ্রামবাসীর সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। হরিণটির গলায় এবং মুখের কাছে বাঘে থাবা দেওয়ার ক্ষত চিহ্ন রয়েছে। চিকিৎসা দিয়ে হরিণটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*