প্রধান মেনু

১০ দিনেও ফিরে আসেনি শরণখোলার ১৪ জেলে

আলোরকোর ডেস্ক।।

বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করতে গিয়ে ১০ দিনেও ফিরে আসেনি এফবি মা-বাবার দোয়া নামের একটি ফিশিং ট্রলার। ১৪ জন জেলেসহ নিখোঁজ রয়েছে ট্রলারটি। নিখোঁজ ট্রলারটি  শরণখোলা উপজেলার রাজৈর এলাকার মৎস্য আড়তদার মো. কবির হোসেন ওরফে হুমায়ুন কবিরের।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ট্রলার মালিক কবির আড়তদার জানান, গত ১৪ সেপ্টেম্বর সকালে রাজৈর মৎস্য অবতরণ ঘাট থেকে তার ট্রলারটি ১৪ জন জেলেসহ সাগরের উদ্দেশে ছেড়ে যায়। ওইদিন শরণখোলার আরো বেশ কয়েকটি ট্রলারও রওনা হয় একই সঙ্গে। মাছ ধরে ৭-৮ দিনের মধ্যে ঘাটে ফিরে আসার কথা। কিন্তু অন্যসব ট্রলার ফিরে এলেও তার মা-বাবার দোয়া আজও ফিরে আসেনি।ট্রলারটির কোনো সন্ধান না পেয়ে এরই মধ্যে তিনি বাংলাদেশ ও ভারতের মৎস্য সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় নিখোঁজের বিষয়টি জানিয়েছেন।

মৎস্য ব্যবসায়ী সহিদ ভূঁইয়ার এফবি কামাল ট্রলারের মাঝি সিরাজ মিয়া ও ছগির হাওলাদারের এফবি আল্লাহর দান তোফা ট্রলারের মাঝি ইলিয়াস হোসেন জানান, মা-বাবার দোয়াসহ তারা ওইদিন একই সাথে ১০-১২টি ট্রলার ঘাট থেকে ছেড়ে যান। সুন্দরবনের দুবলার চর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে তারা যে যার মতো জাল ফেলে মাছ ধরেন। ৭-৮ দিনের মধ্যে সবাই ফিরেছেন। কিন্তু তারা ওই ট্রলারটি কোথাও দেখেননি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ফিশিং ট্রলার নিখোঁজের বিষয়ে জানা নেই। অভিযোগ পেলে খোঁজখবর নিয়ে দেখা হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*