প্রধান মেনু

সমন্বিত ভাবে রাষ্ট্রের সাথে কাজ করতে পারলে দেশ হবে উন্নত-বিভাগীয় কমিশনার

আ.মালেক রেজা ।।
সমন্বিত ভাবে রাষ্ট্রের সাথে কাজ করতে পারলে দেশ হবে উন্নত। শরণখোলায় সুধীজন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিভাগীয় কমিশনার খুলনা মো.ইসমাইল হোসেন এনডিসি ।
গত কাল ২৮ আগষ্ট শনিবার বিকেলে শরণখোলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বহী কর্মকর্তা খাতুনে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শাহিনুজ্জামান ও উপজেলা পরিষদের চেয়ারম্যন রায়হান উদ্দিন আকন শান্ত। এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:ফরিদা ইয়াসমিন,থানা অফিসার ইনচার্জ মো.সাইদুর রহমান,প্রানী সম্পদ কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান,উপজেলা আ.লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা,বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি আব্দুল হক হায়দার, ইউপি চেয়ারম্যান মো.মোজাম্মেল হোসেন,আসাদুজ্জামান মিলন,জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা শরণখোলা উপজেলার রায়েন্দাÑবড় মাছুয়া খেয়াপারাপার,করাতকল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট সহ বিভিন্ন সমস্য প্রধান অতিথির কাছে তুলে ধরেন।পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খুলনা মো.ইসমাইল হোসেন এনডিসি দীর্ঘদিনের রায়েন্দা খেয়াঘাটের সমস্যা সহ অন্যান্য বিষয় গুলি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*