প্রধান মেনু

শিশু ও নারী ধর্ষণের মতো নোংরা-জঘন্য কাজ যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – প্রধানমন্ত্রী

আলোরকোল ডেস্ক ।।

শিশ ধর্ষণ, নারী ধর্ষণের মতো নোংরা-জঘন্য কাজ যারা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারীরা চিৎকার করে যাবে নাকি, ধর্ষণ পুরুষরা করছে তাদেরও আওয়াজ তোলা উচিত।

আজ সোমবার বিকেলে গণভবনে চীন সফরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এমন একটা সময় ছিল সামাজিক লজ্জার কারণে অনেকে বলতেই (ধর্ষণের কথা) পারত না। আর এর বিরদ্ধে যা যা ব্যবস্থা এবার আমরা কিন্তু নিচ্ছি। সঙ্গে সঙ্গে এদেরকে ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং এদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা আমরা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যারা এটা করছে জঘন্য কাজ এবং আপনারা দেখেন, ওই যে শিশুটাকে যেভাবে ধর্ষণ করা হলো, তাকে কিন্তু ঠিকই পুলিশ খুঁজে বের করেছে এবং সে স্বীকারও করেছে।’

‘এ ধরনের নোংরা জঘন্য কাজ যারা করছে তারা মানুষ না। কাজেই এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সবই নেব’ বলেও জানান সরকার প্রধান।

তিনি বলেন, ‘আমাদের পুরুষ সমাজকেও বলব, ধর্ষণটাতো পুরুষ সমাজ করে যাচ্ছে, পুরুষ সমাজেরও আওয়াজ তোলা উচিৎ। যারা এই ধরনের জঘন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কিছু বলা উচিত।

খালি নারীরা চিৎকার করে যাবে নাকি, আমরা নির্যাতিত হয়ে সব চিৎকার করব, আর নির্যাতনকারীরা তাদের স্বজাতি যারা, তাদেরও এ ব্যাপারে একটু স্বোচ্চার হওয়া উচিৎ বলে আমি মনে করি।’






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*