প্রধান মেনু

ফনীর প্রভাবে ক্ষতিগ্রস্থ

শরণখোলায় ৫ হাজার পরিবারের মধ্যে জরুরী খাদ্য বিতরণ

আলোরকোল ডেস্ক ।।
ঘূণিঝড় ফনীর প্রভাবে ক্ষতিগ্রস্থ শরণখোলায় সরকারী ও বে-সরকারী ভাবে এ পর্যন্ত ৫ হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা দেয়া হয়েছে। উপকুলীয় উপজেলা শরণখোলার ৪ টি ইউনিয়নে উপজেলা পরিষদ, ত্রান অধিদপ্তর, রেডক্রিসেন্ট ও বে-সরকারী উন্নয়ন সংস্থা জেজেএস এসব খাদ্য সহায়তা প্রদান করেন।

বুধবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব চত্ত্বরে রায়েন্দা বাজারের বেড়ি বাঁধ সংলগ্ন পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন, রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা কমান্ডার এম. এ খালেক ও প্রেসক্লাব সভাপতি বাবুল দাস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঘূর্ণিঝড় ফনীর প্রভাবে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে গাবতলা পর্যন্ত কয়েকটি পয়েন্টে বেড়ি বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ঝড়ে বেশ কয়েকটি কাঁচা ঘর-বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*