প্রধান মেনু

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে সমগ্র উপজেলা

শরণখোলায় নৌকা ডুবে জেলে নিখোঁজ, ৪টি গরুর মৃত্যু

রবিউল বারী নয়ন ।।
বাগেরহাটের শরণখোলায় সোমবার বিকালে বয়ে যাওয়া ঝড়ের সময় বলেশ্বর নদীতে তিন জেলেসহ একটি নৌকা ডুবে গেছে। এর মধ্যে এক জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া, বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সমগ্র উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানায়, বিকাল সোয়া তিনটার দিকে বয়ে যাওয়া ঝড়ের সাথে প্রচন্ড বজ্রপাত হয়। এসময় উপজেলার কুমারখালী গ্রামের তিন জেলে বলেশ্বর নদীতে মাছ আহরন করছিল। জেলে শিমুল গাজী (২২) নৌকাসহ পানিতে তলিয়ে গেলেও শাহাজান গাজী ও বাবুল গাজী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। নিহত জেলে শিমুল উপজেলার কুমারখালী গ্রামের হাতেম আলী গাজীর ছেলে।

এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ৯টা) তার কোন হদিস পাওয়া যায়নি। এছাড়া, একই সময়ে উপজেলার জানেরপাড় গ্রামের মিজানুর রহমান খাঁনের চারটি গরু বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঝড়ের সময় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে উপজেলায় বেলা তিনটা থেকে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। শরণখোলার পল্লী বিদ্যুৎ বিভাগের মোঃ নিউটন জানান, বিদ্যুৎ সরবরাহের জন্য জোর প্রচেষ্টা চলছে। মেরামত কাজ সম্পন্ন করতে পারলে রাতে বিদ্যুৎ পুনঃ সংওযোগ হতে পারে।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*