প্রধান মেনু

শরণখোলায় দু’টি ড্রেজার ও ৪টি শ্যালো মেশিন মোবাইল কোর্টের মাধ্যমে নিলামে বিক্রি

মো.আনোয়ার হোসেন ।।
শরণখোলায় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’টি ড্রেজার ও ৪টি শ্যালো মেশিন আটক করেছে উপজেলা প্রশাসন।

ফােইল ছবি

পরে মোবাইল কোর্ট বসিয়ে নিলামে বিক্রি করা হয়েছে। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ২ ফেব্রæয়ারী (রোববার) বিকেলে উপজেলার নলবুনিয়া- জানেরপাড় গ্রামের ভাড়ানীর পাড় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন অভিযান চালান। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় দু’টি ড্রেজার ও ৪টি শ্যালো মেশিন আটক করে উপজেলায় নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় নিলামের বিক্রি করে দেন প্রশাসন।

নিলামে উপজেলার রাজৈর গ্রামের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় বসবাসরত গোপালগঞ্জের ইব্রাহীম নামের একব্যক্তি সর্বচ্চো মূল্য ৬৫ হাজার ৫’শ টাকায় ক্রয় করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন বলেন, উপজেলা অভ্যন্তরীন খালগুলোতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এলাকাবাসীর ব্যপক ক্ষতি হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*