প্রধান মেনু

শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের অফিস বাউন্ডারীর মধ্যে দোকান ঘর নির্মানের অভিযোগ

আ.মালেক রেজা।।
শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের অফিস বাউন্ডারির মধ্যের  জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড সহ সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে উপজেলা রায়েন্দা বাজারস্থ ইসমাইল হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার (৩৬) একটি ঘর উত্তোলন করে। আল-আমিন পানি উন্নয়ন বোর্ডের ৪র্থ শ্রেনী কর্মচারী মরিয়ম বেগমের পুত্র।

মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে রায়েন্দা বাজারস্থ পানি উন্নয়ন বোর্ডের অফিসের একমাত্র কর্মচারী। এ বিষয়ে আল-আমিন জানায়, তার মা মরিয়ম বেগম বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের এস.ডি জাকির হোসেন’র সাথে মোবাইল ফোনে অনুমতি নিয়া ঘরটি উত্তোলন করেছে।

স্থানীয় বাসিন্দা বাদশা হাওলাদার ও আঃ হক জানায়, পানি উন্নয়ন বোর্ডের বাউন্ডারী দেয়ালের মধ্যে সাধারণ পাবলিক এভাবে ঘর উত্তোলন করলে অফিসের অস্থিত্ব এক সময় বিলিন হয়ে যাবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের এসডি ও শরণখোলা অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমি কাউকে ঘর উত্তোলনের অনুমতি দেই নাই। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান বলেন, বিষয়টি তার জানা নাই, খোঁজ খবর নিয়ে ঘরটি ভেঙ্গে ফেলা হবে। তবে, পানি উন্নয়ন বোর্ডের এস.ডি কোনভাবেই অনুমতি দিতে পারেন না।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*