প্রধান মেনু

আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষজন

শরণখোলার সাউথখালীতে ৮ সহস্রাধিক মানুষ ভেরীবাধ ভাঙ্গনের ঝুঁকিতে

  
নজরুল ইসলাম আকন ।।

ঘূর্ণীঝড় বুলবুলের প্রভাবে ১০ নং মহাবিপদ সংকেত ঘোষণায় সিডর বিধস্ত শরণখোলায় মানুষের মাঝে আতংক ছড়িয়েছে।

উপজেলার সাউথখালী ইউনিয়নে ৮ সহ¯্রাধিক মানুষ ভেরীবাধ ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছেন।

মানুষজন আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন
সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, তার ইউনিয়নের রায়েন্দা, গাবতলা, উত্তর সাউথখালী, দক্ষিণ সাউথখালী, বগী ও শরণখোলা গ্রামের ৮ সহ¯্রাধিক মানুষ ভেরীবাধ ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছেন।

সাউথখালী ইউনিয়নে বলেশ্বর নদের প্রায় ৩ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের ভেরীবাধ ক্ষতিগ্রস্থ অবস্থায় রয়েছে। যা জল্চ্ছোাসের তোড়ে ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে বলে তিনি জানান।

সাউথখালীর বগী এলাকার মানুষ সাইক্লোন শেল্টারে যেতে শুরু করেছেন বলে বগী এলাকার বাসিন্দা রতন মিয়া জানিয়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, সুন্দরবনের দুবলারচরে অবস্থানরত প্রায় ৮ হাজার জেলে ওখানকার সাইক্লোন শেল্টার সহ বনের মেহেরআলী, আলোরকোল, ভেদাখালী, নারিকেলবাড়ীয়া সহ অন্যান্য স্থানের ছোট ছোট খালের মধ্যে নিরাপদ আশ্রয় নিয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন বলেন, ঘূর্ণীঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে ইউনিয়ন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করে প্রয়োজনীয় দিক নির্দেশনা সহ উপজেলার ৯৭ টি আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। মানুষজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*