প্রধান মেনু

নদীর তীরবর্তী অবহেলিত পরিবারের মা ও শিশুদের

মোংলায় স্বাস্থ্য সেবা দিতে ফ্রেন্ডশিপ’র নতুন প্রকল্প

 

মোংলা প্রতিনিধি ।।
মোংলার প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলের মা এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ শুরু করতে যাচ্ছে ফ্রেন্ডশিপ। এ উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম ও ফ্রেন্ডশিপ’র আঞ্চলিক (খুলনা, বাগেরহাট) কর্মকর্তা মো: আতিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।

স্বাস্থ্য সেবা বিষয়ক এ প্রকল্পের অবহিতকরণ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মীরা অংশ নেন। ফ্রেন্ডশিপ’র আঞ্চলিক কর্মকর্তা মো: আতিকুল ইসলাম বলেন, আগামী দুই মাসের মধ্যে মোংলা এলাকায় মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক প্রকল্প চালু হবে। দীর্ঘ ৫ বছর মেয়াদের এ প্রকল্পের মাধ্যমে বিশেষ করে নদীর তীরবর্তী অবহেলিত পরিববারগুলোকে বেশি প্রাধান্য দেয়া হবে। এ প্রকল্পের প্রায় ৩০জন স্বাস্থ্য কর্মী উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা কার্যক্রমে নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*