প্রধান মেনু

সংসদীয় কমিটি

জেলেদের বীমা সহায়তা প্রদানের সুপারিশ

আলোরকোল ডেস্ক ।।

সংসদীয় কমিটি মনে করে, বাংলাদেশের অর্থনীতিতে জেলেদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেকে নিখোঁজ হন, মারা যান, ক্ষতিগ্রস্ত হন এবং অনেককে জলদস্যুরা ধরে নিয়ে যাওয়ার ফলে এই জেলে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েন। তাই জেলেদের বীমা সহায়তা প্রদানের উদ্যোগ নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মো. শহিদুল ইসলাম (বকুল), মোছা. শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটির সদস্যরা মা-ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে গৃহীত কার্যক্রম কঠোরভাবে পরিচালনা করার সুপারিশ করে। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*