প্রধান মেনু

বাগেরহাটে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি ঃ

বিশ্ব জলাভূমি দিবস-২০১৯ উপলক্ষে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ এর আয়োজনে সময় টেলিভিশনের বাগেরহাট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আলী আকবর টুটুল, মোঃ দেলোয়ার হোসেন, আজাদুল হক, ইসরাত জাহান, ঝিমি মন্ডল, মাসুদুল হক, অলিপ ঘটক, এসএস শোহান, সরদার ইনজামামুল হক, সোহরাব হোসেন রতন, এস.এম সবুর রানা, বজলুর রহমান, মোঃ শহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থাপনা করেন সিডিপির কো-অর্ডিনেটর আজম রাশেদ।
বক্তারা বলেন, ধ্বংসের মুখে পড়েছে দেশের জলাভূমি। এতে প্রাণিবৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জলাভূমি ধ্বংসের কারণে কমে যাচ্ছে বনভূমিও। এসবের বিরূপ প্রভাব পড়ছে জলবায়ুর ওপর। অথচ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় জলাভূমি রক্ষার বিকল্প নেই।
জলাভূমি রক্ষায় এখনই ব্যবস্থা না নেওয়া হলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি আরও বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। জাতিসংঘ প্রণীত জলাভূমি সনদ ১৯৭৫ সাল থেকে কার্যকর হয়। বাংলাদেশ এই সনদে স্বাক্ষরকারী দেশগুলোর অন্যতম। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এ বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৯২ সালে রামসার সনদে স্বাক্ষর করে সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওড়কে এর অন্তর্ভুক্ত করে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*