প্রধান মেনু

বাগেরহাটে বিমানবন্দরে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্ধর নির্মানের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিন হোসেন, রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক বাকি তালুকদার, সাংবাদিক বাবুল সরদার, আজমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫৩ জনকে এক কোটি ৭ লক্ষ টাকা ক্ষতি পূরণের চেক প্রদান করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, উন্নয়নের স্বার্থে অনেক সময় নিজেদের কিছু ক্ষতি মেনে নিতে হয়। তবে যারা জমি দিয়ে দেশের উন্নয়নে অবদান রেখেছেন, তারা যাতে হয়রানি ছাড়াই ক্ষতিপূরণের টাকা পায় সে জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*