প্রধান মেনু

দুর্গোৎসবকে ঘিরে মোংলায় ব্যস্ত প্রতিমা তৈরির কারিগররা 

মোংলা প্রতিনিধি।।

আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে এখন মোংলায় মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ।

মাটিসহ আনুসঙ্গিক জিনিসপত্র দিয়ে ইতিমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে প্রতিমার। বাকী এখন রং ও সাজসজ্জার কাজ। ৪ অক্টোবর থেকে শুরু হবে দুর্গা পূজা।

পূজার শুরু আগেই রং তুলিতে নান্দনিক হয়ে উঠবে প্রতিমা এবং সাজসজ্জায় দৃষ্টি নন্দন হয়ে উঠবে মন্দির প্রাঙ্গন।

দুই একদিনের মধ্যে শুরু হবে প্রতিমায় রং তুলির কাজ। মোংলা জুয়েলার্স সমিতির আয়োজনে এবার অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও তন্ময় জুয়েলার্সের মালিক তরুন চন্দ্র বলেন, এবার মোংলায় সবচেয়ে জাকজমকপূর্ণ আকর্ষণীয় ও ব্যয় বহুল পূজা উদযাপন করতে যাচ্ছে স্থানীয় জুয়েলার্স সমিতি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*