প্রধান মেনু

৩১ মার্চ বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচন

৩ উপজেলায় নির্বাচন ,বিনা প্রতিদ্বন্ধিতায় ৬ চেয়ারম্যান নির্বাচিত

 

বাগেরহাট প্রতিনিধি ।।
আগামীকাল ৩১ মার্চ অনুষ্ঠিত হবে বাগেরহাটের ৯টি উপজেলা পরিষদের নির্বাচন। এ উপলক্ষ্যে শনিবার দুপুর থেকে জেলা ও উপজেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। বাগেরহাটে মোট ভোটারের সংখ্যা ১১ লাখ ১৩ হাজার ৫৫৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬৭টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসনের কঠোর নজরদারীর নিদের্শনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য উৎসাহিত করতে শুক্রবার থেকে সমগ্র এলাকায় মাইকিং প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া কোন কেন্দ্রেই যাতে কোন ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনকে কঠোর নিদের্শনা দেয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে বিজিবি’র পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা থাকছে সার্বিক নিরাপত্তার দায়িত্বে।
বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোংলা, রামপাল, শরণখোলা, কচুয়া, বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এগুলোতে শুধু পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। আর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে মোল্লারহাট, ফকিরহাট ও মোড়েলগঞ্জ উপজেলায়। এ সকল উপজেলায় আওয়ামী লীগ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্ধীতায় রয়েছেন। #






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*