প্রধান মেনু

শরণখোলায় ছাত্রলীগের ত্রান ও ফ্রি চিকিৎসা প্রদান

আলোরকোল ডেস্ক ।।

 ঘূর্নিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায়  বাগেরহাট জেলা ছাত্রলীগের ত্রান সামগ্রী বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ।

বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে শনিবার বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চাল, ডাল, তেলসহ শিশু খাদ্য বিতরণ করা হয়।

এসময় বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান, কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মো.ইমরান শেখ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম, ঢাকা  বিশ্ব বিদ্যালয়ের  হাজী মোহাম্মদ মহাসিন হলের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ, শরণখোলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাসান মীর, খায়রুল শরীফ ,সাইফুল ইসলাম জীবনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এর আগে শরণখোলা উপজেলার সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তিন শতাধিক রোগিকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন বলেন, ছাত্রলীগ ঘূর্নিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থদের ত্রান সামগ্রী বিতরণসহ নানা  সামাজিক কর্মকান্ড করে আসছে।

বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সাধারন মানুষের সুখ-দু:খ ভাগাভাগি করে নেয়। তারা জনগনের পাশে থেকে নিরলসভাবে কাজ  করে যাচ্ছে। 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*