প্রধান মেনু

মোড়েলগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরন

এম.পলাশ শরীফ ।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বরাদ্ধের ভিজিএফ’এর চাল পাচ্ছেন ৫৭ হাজার অতিদরিদ্র পরিবার। শনিবার থেকে ১৬টি ইউনিয়ন সহ পৌর শহরে এ চাল বিতরণ চলমান রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, এবারে ঈদ-উল আযহা উপলক্ষে এ উপজেলায় বিশেষ ভিজিএফ’এর চাল বরাদ্ধ হয়েছে ৮শ’ ৫৭.৪৪৫ মেট্রিকটন। এ চাল পাচ্ছেন ৫৭ হাজার ১৬৩ পরিবার। এ ছাড়াও মৎস্যজীবি জেলে পরিবারের ৯ হাজার ৬শ’ ৪৩ পরিবার ৩৫দিনের ৪৫০ মেট্রিকটন চাল পাচ্ছেন।

শনিবার থেকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন, পঞ্চকরণ, খাউলিয়া, বারইখালী, বনগ্রাম সহ ১৬টি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ শুরু হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, তেলিগাতি ইউনিয়ন ভিজিএফ পেয়েছেন ২৪শ’ ১০ পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে ৩৬ মেট্রিকটন ১শ’ ৫০ কেজি, নিশানবাড়িয়ায় ৬ হাজার ২৩ পরিবারের মাঝে ৯০ মেট্রিকটন ৩৪৫ কেজি, পঞ্চকরণ ৩৪শ’ ২০ পরিবারের মাঝে ৫১ মেট্রিকটন ৩শ’ কেজি, পুটিখালী ৩ হাজার ৫১ পরিবারের মাঝে ৪৫ মেট্রিকটন ৭৬৫ কেজি, দৈবজ্ঞহাটী ৩

হাজার ২শ’ ২৬ পরিবারের মাঝে ৪৮ মেট্রিকটন ৩শ’ ৯০ কেজি, রামচন্দ্রপুর ৩ হাজার ২শ’ ৯১ পরিবারের মাঝে ৪৯ মেট্রিকটন ৩৬৫ কেজি, চিংড়াখালী ইউনিয়ন ৩ হাজার ১শ’ ৩৫ পরিবারের মাঝে ৪৭ মেট্রিকটন ০.২৫ কেজি, হোগলাপাশা ২ হাজার ৪শ’ পরিবারের মাঝে ৩৬ মেট্রিকটন ৩শ’ কেজি, বনগ্রাম ২ হাজার ৩শ’ ২৭ পরিবারের মাঝে ৩৪ মেট্রিকটন ৯শ’ ৫ কেজি, বলইবুনিয়া ২ হাজার ২শ’ পরিবারের মাঝে ৩৩ মেট্রিকটন, হোগলাবুনিয়া ৩ হাজার ৯শ’ ২২ পরিবারের মাঝে ৫৮ মেট্রিকটন ৮৩০ কেজি,

বহরবুনিয়া ৩ হাজার ৭২০ পরিবারের মাঝে ৫৮মেট্রিকটন ৮শ’ কেজি, জিউধরায় ৫ হাজার ৭শ’ ১৮ পরিবারের মাঝে ৮৫মেট্রিকটন ৭৭০ কেজি, বারইখালী ৪ হাজার ২শ’ ৪৯ পরিবারের মাঝে ৬৩ মেট্রিকটন ৭৩৫ কেজি, মোড়েলগঞ্জ সদর ইউনিয়ন ২ হাজার ৩৬৯ পরিবারের মাঝে ৩৫ মেট্রিকটন ৫৩৫ কেজি ও খাউলিয়া ইউনিয়নে ৫ হাজার ৬শ’ ৮২ পরিবারের মাঝে ৮৫ মেট্রিকটন ২৩০ কেজি চাল বিতরণ চলছে।

এ ছাড়াও পৌর শহরে ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শ’ ২১ পরিবারের মাঝে ৬৭ মেট্রিকটন ৩শ’ ১৫ কেজি চাল পাচ্ছেন। এসব দরিদ্র ও হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ প্রক্রিয়া ঈদের পূর্ব মুর্হুত পর্যন্ত চলমান থাকবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান জানান, অতি দারিদ্রদের জন্য বর্তমান সরকারের সামাজিক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রæপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় সাধারণ মানুষ এ সুবিধা পেয়ে আসছেন। তবে ঈদের আগেই ভিজিএফের আওতায়ধিন প্রতিটি পরিবারের মাঝে চাল বিতরন শেষ করার নির্দেশনা ইতোমধ্যে সকল ইউপি চেয়ারম্যানদের দেওয়া হয়েছে ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*