প্রধান মেনু

মোরেলগঞ্জে মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

এম.পলাশ শরীফ ।।

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা পুকুর ও জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

(২০ আগষ্ট মঙ্গলবার) দুপুর ১টায় উপজেলা মৎস্য দপ্তর আনুষ্ঠানিকভাবে ১৭টি প্রতিষ্ঠানের পুকুরের রুই, কাতলা ও মৃগেলের ৩৭৭ কেজি মাছের পোন অবমুক্ত করেন।

এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাঃ খালেদ কনক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সহকারি মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী ,উপজেলা ন্যাশনাল সার্ভিসের আহ্বায়ক শেফালী আক্তার রাখি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারে পৌর শহরের উপজেলা প্রশাসনিক পুকুর, এসিল্যান্ড অফিস, ফায়ার সার্ভিস, থানার পুকুর, প্রেসক্লাব, পৌরসভা, সার্কেল অফিস, আশ্রয়ন প্রকল্প পুকুরসহ ১৭টি প্রতিষ্ঠানে এ মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। #






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*