প্রধান মেনু

মোরেলগঞ্জে বেপারী ফাউন্ডেশনের  ঈদ পুর্ণমিলনী ও নৈশভোজ

এম.পলাশ শরীফ ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে “সৃষ্টির সেবায় সামাজিক খেদমতের অঙ্গীকার” নিয়ে প্রতিষ্ঠিত বেপারী ফাউন্ডেশন এর ঈদ পুর্ণমিলনী ও নৈশভোজ শুক্রবার বাদ এশা পৌরসভার ২নং ওয়ার্ড বারইখালী বেপারী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

বেপারী ফাউন্ডেশনের আহবায়ক মো. আবুল বাশার বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মো. রহুল আমীন ফকির।

বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. নুরুল ইসলাম লাল বেপারী, যুগ্ম আহবায়ক মাষ্টার মো. এনামুল হক বেপারী, মো. দেলোয়ার হোসেন শেখ, সহকারী সদস্য সচিব সাবেক কাউন্সিলর বিএম. রেজাউল করিম সোহাগ, প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বেপারী ফাউন্ডেশন প্রতিষ্ঠার বিগত এক বছরে দু’টি রমজান,ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ইয়াতিম ও দুস্ত তালিবুল ইলমদের মাঝে সুন্নতী পোষাক, অসচ্ছল সুবিধাবঞ্চীত পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি,পাঞ্জাবি ও এলাকার অসহায় দুস্ত পরিবারের মাঝে কুরবানির গোস্ত ও আটা বিতরণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সক্ষম হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন।

ভবিশ্যতে যাতে অসহায় মানুষকে আরও বেশি বেশি সেবা দেয়া যায় সে জন্য ফাউন্ডেশনের কার্যক্রমকে জোড়দার করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন।

পুর্ণমিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেপারী ফাউন্ডেশনের সদস্য মো.ফারুক হোসেন বেপারী, মো.লোকমান হোসেন, টিএমএ.বারী, মো.আনোয়ার হোসেন বেপারী, মো.মনিরুজ্জামান শেখ, মো.মিজানুর রহমান বেপারী, বিএম.শফিকুল ইসলাম মাসুদ, বিএম.মাহবুবুর রহমান, বিএম.তরিকুল ইসলাম, মো.আ.লতিফ বেপারী, সুলতান আহম্মদ, মো.বেলাল হোসেন বেপারী, মো.আ.রশিদ বেপারী, বিএম.সুমন, বিএম.চয়ন প্রমূখ।

অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*