প্রধান মেনু

ছাত্র, ছাত্রী ও নারী শিক্ষকদেরকে হয়রানী, ইভটিজিং, যৌন নিপিড়ন থেকে নিরাপদে রাখতে

মোরেলগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করছেন ইউএনও

এম.পলাশ শরীফ ।।
বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, ছাত্রী ও নারী শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানী, ইভটিজিং, যৌন নিপিড়ন থেকে নিরাপদে রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করেছেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বুধবার সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রওশনারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক সভা করেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, ফেরদৌসি আক্তার মুকুল, আব্দুল মালেক হাওলাদার, কৃষ্ণ কান্ত হালদারসহ অন্যন্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়গুলোতে নারী শিক্ষকদের প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিমাসে দু’বার সভা করবে। অভিভাবক ও ছাত্রীদের নিকট থেকে ইভটিজিংও যৌন নিপিড়নের বিষয়ে খোজ খবর নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*