প্রধান মেনু

লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেয়ার আহবাণ

মোংলায় ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার

মোংলা প্রতিনিধি ।।
মোংলায় ইসলামী ব্যাংকের আয়োজনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর মোংলা শাখার আয়োজনে শাখা কার্যালয়ে এভিপি ও শাখা প্রধান নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে

                             মোংলায় ইসলামী ব্যাংকের আয়োজনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী, মোংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান।

এ সময় রমজান সম্পর্কে মূল্যবান আলোচনা করেন মাওলানা তৈয়বুর রহমান। সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ বলেন, ইসলামী ব্যাংকই একমাত্র সিয়াম ও সুদমুক্ত ব্যাংকি সেবা প্রদাণ করে থাকে। রমজান মাস জুড়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ইসলামী ব্যাংক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সিয়াম শিক্ষাও দিয়ে আসছে।

এ আলোচনা ও ইফতারে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, রমজান মাসে সকলে জাল টাকার লেনদেন যাতে না হয় সেদিকে সকলেকই খেয়াল রাখবেন। এছাড়া কেউ যদি অধিক টাকা লেনদেন অর্থাৎ উত্তোলন করে বাড়ী কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে নিতে চান সেক্ষেত্রে ঝুকি মনে হলে পুলিশের সহায়তা নিবেন যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে। #






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*