প্রধান মেনু

বাগেরহাটে সাংবাদিকদের সাথে এনজিওদের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি ।।

আত্মমর্যাশীল সিএসও, এনজিও সেক্টর এবং স্থানীয়করন বিষয়ে উন্নয়ন কার্যকারিতা, অংশিদারিত্বের নীতিমালা, চাটার ফর চেঞ্জ ও গ্রান্ডবারগেইন আন্তজার্তিক চুক্তি বাস্তবায়নে করনীয় বিষয় নিয়ে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক মতবিনিময়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সিএসও ও এনজিও সমন্বয় প্রক্রিয়া কমিটির খুলনা বিভাগীয় সভাপতি শেখ আসাদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আহাদ হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার এ বাকী,সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, আহাসানুল করিম, দপ্তর সম্পাদক আজাদুল হক, সাংবাদিক আলী আকবর টুটুল প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, সরকারকে আমাদের কাজের স্বীকৃতি দিতে হবে, নতুন নতুন আইন করে এনজিওদের নিয়ন্ত্রন করা যাবে না, নিবন্ধন ও যাচাই প্রক্রিয়া সহজ করন করতে হবে, জাতিসংঘ অঙ্গ সংস্থা এবং আই এনজিওগুলোকে শুধু মাত্রমনিটরিং এবং কৌশলগত সহায়তায় সীমাবদ্ধ রাখতে হবে, জাতিসংঘ অঙ্গ সংস্থা এবং আই এনজিওগুলোকে নীতিমালা তৈরী করে, স্বচ্ছতা প্রতিযোগীতা মুলকভাবে অংশি দারিত্বের সুযোগ, খরচের বিলাসিতা এবং প্রয়োজনীয়তা র্নিধারন করাসহ সার্বিক বিষয়ে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*