প্রধান মেনু

বাগেরহাটে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

এম.পলাশ শরীফ ।।
বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য সাংবাদিক এ্যাড মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্তজেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল ইসলাম,

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সিনিয়র সাংবাদিক এবিএম মোশাররফ হোসেন, মোজাফফর হোসেন, শাহ আলম টুকু, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, অধ্যাপক মাহফিজুর রহমান, মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, আহসানুল করিম, আলী আকবর টুটুল, বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, ইয়ামিন আলী, আজাদুল হক, আজমল হোসেন, মোঃ কামরুজ্জামান প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় সাংবাদিক নেয়ামুল হাদি রানা, আকমল উদ্দিন সাকি, ইসরাত জাহান, এইচ এম মঈনুল ইসলাম, মীর জায়েসি আশরাফি জেমস, মোল্লা আব্দুর রব, রবিউল ইসলাম, হেদায়েত হোসেন লিটন, অরিন্দম দেবনাথ, অলীপ ঘটক, আরিফুল ইসলাম, ইনজামামুল হক, আমিরুল হক বাবু, রাকিবুল ইসলাম রাজ, এস এস শোহান,

শিহাব উদ্দিন রুবেল, সোহাগ হাওলাদার, শওকত হোসেন, এসএম রাজ, আল আমিন খান সুমন, আব্দুল্লাহ আল ইমরান, মামুন আহমেদ, শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, নকীব মিজানুর রহমান, আরিফুর রহমান জালাল, আরিফ ঢালীসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, অপার সম্ভাবনাময় ও চ্যালেঞ্জের জেলা বাগেরহাট। ঐতিহাসিক খ্যাতি সম্পন্ন এ জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আবেগাপ্লুত। জেলার সকল গনমাধ্যমকর্মীদের নিয়ে এ জেলার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। সবশেষে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত এ জেলা প্রশাসক।

 

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*