প্রধান মেনু

বাগেরহাটে তিনশ বছরের পুরানো রথযাত্রা অনুষ্ঠিত

আলোরকোল ডেস্ক ।।

বাগেরহাটে তিনশ বছরের পুরানো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের গোপাল জিউর মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটান অনুষ্ঠিত হয়।

শ্রষ্ঠার কৃপা লাভের আশায় রথযাত্রায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহন করেন। এছাড়া জেলার কচুয়া উপজেলার শিবপুরের শিববাড়ী মন্দির এবং বাগেরহাট শহরের শ্রী শ্রী গোবিন্দ মন্দিরেও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রার উল্টোটান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রথযাত্রার আগে গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন প্রমূখ।

রথযাত্রা উপলক্ষে পূজা অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, রামায়ণ, কীর্তন গানসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া রথযাত্রা উপলক্ষে বসেছে মাসব্যাপী মেলা।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*