প্রধান মেনু

চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা ছাত্র নিহত

চিতলমারী প্রতিনিতি ।।
বাগেরহাটের চিতলমারীতে আকষ্মিক কালবৈশাখী ঝড়ে বসত ঘরের ওপর গাছ পরে ইমন মল্লিক (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত ইমন হিজলা শেখপাড়া গ্রামের মোঃ আনসার মল্লিকের ছেলে ও হিজলা আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসি জানায় মঙ্গলবার রাত ১০ দিকে আকষ্মিক কালবৈশাখী ঝড়ে একটি চম্বল গাছ গোড়া উগলে বসত ঘরের ওপর পরে। এ সময় ঘরের মধ্য ঘুমন্ত অবস্থায় ইমন মল্লিক গাছের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা গাছের নিচ থেকে ইমনকে উদ্ধার করে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, হিজলা ইউপি চেয়ারম্যান আজমীর কাজী ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। বুধবার ককাল ১০ টায় জানাজা শেষে হিজলা হাফেজিয়া মাদ্রাসা কবরস্থানে ইমনকে দাফন করা হয়।

এ ছাড়াও কালবৈশাখী ঝড়ে হিজলা গ্রামের ছোট-বড় প্রায় অর্ধশতাধিক বাড়ি ঘর ক্ষতি গ্রস্থ হয় বলে জানা গেছে।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*