প্রধান মেনু

অপ্রয়োজনীয় সিজার বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

আলোরকোল ডেস্ক ।।

গর্ভবতী মায়েদের অপ্রয়োজনীয় সিজার বন্ধের দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আজ মঙ্গলবার বাদী হয়ে এই রিট দায়ের করেন।

রিট আবেদনটি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করা হয়।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জানিয়েছেন, আগামীকাল রিট আবেদনটির শুনানি হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, ‘ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউিএইচও), ইউনিসেফের রিপোর্টে বলা হয়েছে, গত বছর বাংলাদেশের যে পরিমাণ সিজার করা হয়েছে, তার ৭৭ শতাংশ ছিল অপ্রয়োজনীয়।’

এ ছাড়া গত দুবছরের তুলনায় ৫১ শতাংশ সিজার বেড়ে গেছে। কোনো কনসালটেশন না করেই এভাবে সিজার করা হচ্ছে। ফলে ভবিষ্যতে এটা বড় ধরনের সংকটে পরিণত হবে। এ কারণে রিটটি করা হয়েছে বলেও জানান তিনি।

রিট আবেদনে বলা হয়, অপ্রয়োজনীয় সিজার মনিটরিংয়ে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অপ্রয়োজনীয় সিজার কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না-তা জানতে চাওয়া হয়েছে। 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*