প্রধান মেনু

মোংলার ৩৭টি মন্দির-মন্ডপে বিহীত পূজা ও অঞ্জলীসহ সপ্তমী’র নানা আনুষ্ঠানিকতা উদযাপন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

মোংলার মন্দির-মন্ডপে বিহীত পূজা ও অঞ্জলীসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের সপ্তমী পূজা।

পৌর শহরের কেন্দ্রীয় বটতলা ও বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টি মন্দিরসহ ৩৭টি জায়গায় এবার অনুষ্ঠিত হচ্ছে শারদীয়দ দুর্গোৎসব।

তবে এবারের উৎসবে ব্যতিক্রম ও জামজমকপূর্ণ আয়োনের মধ্যদিয়ে সকলের দৃষ্টি কেড়েছে শহরের বঙ্গবন্ধু সড়কের স্থানীয় জুয়েলার্স ব্যবসায়ীদের পূজা মন্ডপ।

আকর্ষণীয় প্রতিমা, প্রতিমার পোশাক-পরিচ্ছদের সাজসজ্জা ও ব্যাপক লাইটিংয়ের কারণে এবার সবচেয়ে বেশি ভিড় জমেছে বঙ্গবন্ধু সড়কের এ পূজা মন্দিরে।

এই প্রথমবার জুয়েলার্স ব্যবসায়ীরা পৃথক জাকজমকপূর্ণ দুর্গাপূজার আয়োজন করেছে। #






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*