প্রধান মেনু

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন ভেসে ছিলেন ২০ জেলে

মোংলা প্রতিনিধি।।

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায় ভাসতে থাকা মাছ ধরার ট্রলারসহ ২০ জেলেকে দেশে ফিরিয়ে এনে মহাজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ট্রলারের মালিক আবুল কাশেমের কাছে তাদের হস্তান্তর করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মোসায়েদ হোসেন।

উদ্ধার করা জেলেরা হলেন- নুরুল ইসলাম, মো. তাছিন, নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, মো. আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বসর, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, মো. আবু জাহের, মো. রিপন ও মো. দেলোয়ার।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, সাগরে মাছ ধরা অবস্থায় হঠাৎ ট্রলার ‘এফ বি আল্লার দান’ এর ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে আটকে পড়েন ২০ জেলে। গত ১১ ডিসেম্বর থেকে সাগরে হারিয়ে যান তারা। একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন তারা। এ অবস্থায় টানা ১৫ দিন সাগরে ভাসতে থাকেন। এক পর্যায়ে ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ট্রলারসহ ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন রবিবার (০৯ জানুয়ারী) দুই দেশের সমঝোতার মাধ্যমে তাদের দেশে নিয়ে আসে।

তিনি আরও জানান, রবিবার বাংলাদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘সরোজিনি নাইডু’ থেকে ২০ জেলেকে ‘স্বাধীন বাংলা’য় নেওয়া হয়। পরে আজ সোমবার সকালে ট্রলারসহ মহাজন আবুল কাশেমের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*