প্রধান মেনু

প্রথম শরণখোলায় দুই জন ডেঙ্গু রোগী সনাক্ত

আলোরকোল ডেস্ক।।

এই প্রথম শরণখোলায় দুই জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এরা হলেন উপজেলার তালতলী গ্রামের আবু জাফরের মেয়ে মারুফা আক্তার (২০) এবং ঢাকা থেকে আসা নলবুনিয়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে মনির হোসেন (২০)। তারা দুজনই শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছন।

এদিকে, শরণখোলায় প্রথমবার ডেঙ্গু রোগী সনাক্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর মানুষের মাঝে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই সাংবাদিকদের কাছে ফোন করে এ বিষয়ে তথ্য জানতে চেয়েছেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ জানান, মঙ্গলবার (৩১ আগস্ট) মারুফা আক্তারের এবং আগেরদিন সোমবার মনির হোসেনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এরা দুজন জ্বর, মাথাব্যাথা এবং ক্ষুধামন্দা নিয়ে হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করা হলে তাদের ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালেই চিকিৎসা চলছে তাদের। তারা স্বাভাবিক অবস্থায় রয়েছেন।

ডা. ফয়সাল জানান, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্যারাসিটামল এবং এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রয়োগে ৯০ ভাগ রোগীই সুস্থ হয়ে ওঠেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*