প্রধান মেনু

শোলাকিয়া ঈদগাহে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

আলোরকোল ধর্ম ডেস্ক  ।।

পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদগাহ ময়দান ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শোলাকিয়া ঈদগাহে আয়োজিত জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি মাশরুকুর রহমান বলেন, শোলাকিয়ায় ঈদ জামাতে বাড়তি চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশের ভেতরে বিক্ষিপ্ত কিছু ঘটনায় পুলিশ সতর্ক রয়েছে। এ কারণেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘এ নিরাপত্তা ব্যবস্থাকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। ঈদগাহকে কেন্দ্র করে ৩২টি চেকপোস্ট, ১৭টি পিকেট (নির্ধারিত স্থানে বসে দায়িত্বপালন) ও রোড ডিউটি থাকবে। নিরাপত্তা ব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেজন্যে প্রত্যেক মুসল্লিকে তিনটি স্তর পার করে দেহ তল্লাশির মধ্য দিয়ে মাঠে প্রবেশ করানো হবে।’






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*