প্রধান মেনু

ইউনিসেফ প্রতিনিধি দলের পরিদর্শন

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ড তৈরি করে দৃষ্টান্ত স্থাপন

 

নজরুল ইসলাম আকন ঃ
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র গুলোতে বয়স্ক ও শিশুদের চিকিৎসা হচ্ছে একই রুমে পাশাপাশি বেডে । এতে গুরুতর আহত বা অসুস্থ বয়স্ক রুগীদের কারনে শিুশুদের মধ্যে নানান ধরনের ভিতি জন্মানোর পাশাপাশি আক্রান্ত হওয়ার ঝুকি থেকে যায় । তাই শিশুদের জন্য শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্্ের একটি আলাদা শিশু ওয়ার্ড তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শরণখোলা উপজেলা সদর রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন । ১৩ ফেব্রæয়ারী (বুধবার) ওই শিশু ওয়ার্ডটি ইউনিসেফ বাংলাদেশের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন । তারা এর গুরুত্ব ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ।
উদ্যোক্তা চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন ,আমার ব্যাক্তি গত উপলব্ধি থেকে এই উদ্যোগটি নেয়া ।

আমি ১৭/১৮ অর্থ বছরে লোকাল গভারমেন্ট সাপোর্ট (এলজিএসপি ) প্রকল্প থেকে ১ লক্ষ টাকা বরাদ্ধ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের শিশুদের জন্য ৬ শয্যা বিশিষ্ট একটি কেবিন স্থাপন করা হয়েছে । শিশুদের জন্য স্বাস্থ্য সেবার পাশাপাশি থাকছে তাদের বিনোদনের ব্যাবস্থা । তিনি আরো বলেন ,খেলার সামগ্রী কোমলমতি শিশুদের মন প্রফুল্ল করে তাদের সুস্থতা অর্জনে সহয়াতা হবে । শিশু ওয়ার্ডটি পরিদর্শনের সময় উপ¯িথত ছিলেন ইউনেসেফ বাংলাদেশ’র প্রোগ্রাম বিশেষজ্ঞ আনোয়ার হোসেন ,খুলনা বিভাগীয় প্রধান কফিল উদ্দিন ,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিমাদ্রি খিশা ,উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস ,বাগেরহাটের সহকারি সিভিলসার্জন ডাঃ পুলক দেবনাত,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা আফিসার মো. আ. গনি ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা ,ইউনেসেফ কর্মকর্তা উম্মে হালিমা ,নাসিয়ারা আক্তার ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত )ডাঃ সোহান আহম্মেদ ,ডাঃ মো.খায়রুল বাশার ইউসুফজাই,ডাঃ রিপন নাথ,ডাঃ মো. মাসরুরুল হক,ডাঃ দিবাকর বসাক , শরণখোলা প্রেসক্লাবে সাধারন সম্পাদক মিজানুর রাকিব ও রুপান্তর কর্মকর্তা আলোমগীর হোসেন মিরু প্রমূখ । পরে ইউনেসেফের ওই দলটি বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের শিশু সুরক্ষা প্রকল্পরে কার্যক্রম পরিদর্শন করেন এবং দরিদ্র শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতারন করেন ।###






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*