প্রধান মেনু

শরণখোলায় বেলাল জোমাদ্দার হত্যার ২ মাস পরে মামলা, গ্রেফতার মুন্না মীর

আলোরকোল ডেস্ক।।

 শরণখোলায় মৃত বেলাল জোমাদ্দারের লাশ উদ্ধারের দুই মাস পরে সোমবার রাতে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ সন্দেহভাজন এক আসামী মুন্না মীর (২৪)কে গ্রেফতার করে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট আদালতে চালান দিয়েছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সকালে উপজেলার চাল রায়েন্দা গ্রামের বেলাল জোমাদ্দারের (৫৭) লাশ একটি মাছের ঘের থেকে উদ্ধার করা হয়। পুলিশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করে।

ঘটনার দুইমাস পরে সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণখোলা থানায় ময়না তদন্তের রিপোর্ট আসে। ময়না তদন্তের রিপোর্টে বেলাল আঘাত জনিত কারণে মারা গেছে বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার রাতেই মৃত বেলাল জোমাদ্দারের কন্যা ফাতিমা আক্তার শিল্পি বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২ তারিখ ৬/০৯/২০২১। মামলার বিবরণে ৬ জনকে সন্দেহজনক আসামী উল্লেখ করা হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্টে আঘাতে বেলাল জোমাদ্দারের মৃত্যুর কারণ উল্লেখ করায় থানায় সোমবার রাতেই একটি হত্যা মামলা রেকর্ড এবং ঐ রাতেই অভিযান চালিয়ে মামলার সন্দেহজনক আসামী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মুজিবর মীরের পুত্র মোঃ মুন্না মীর কে গ্রেফতার করা হয়েছে।

ধৃত আসামীকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে তাকে রিমান্ডে আনার আবেদন করা হবে বলে ওসি জানান।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*