প্রধান মেনু

বাগেরহাটে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটে স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মসনী গ্রামে। ভুক্তভোগী বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের রবীন্দ্রনাথ দাসের পুত্র কৃষ্ণ দাস এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী অভিযোগে জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মসনী গ্রামের জয়দেব দাসের মেয়ের সাথে ২০১৩ সালে হিন্দু ধর্মীয় রীতি নীতি অনুযায়ী আমার বিবাহ সম্পন্ন হয়।

বর্তমানে আমার তিন বৎসরের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই আমার স্ত্রীর ভাই শ্রীধাম দাস ও আমার শাশুরী ছবি রানী দাস আমার স্ত্রীকে বিভিন্ন কু পরামর্শ দিয়ে বিভিন্ন সময় নানান অজুহাত দেখিয়ে আমার ব্যবসার মূলধন ৬ লক্ষ ৯৫ হাজার টাকা ধার নেয়। আমার মূলধনের টাকা তাদের কাছে ফেরত চাইলে না দিয়ে আমাকে আজ দিব কাল বলে আমাকে ঘুরাতে থাক্।ে এখন আমার স্ত্রী বলছে সে টাকা না দিয়ে আত্মহত্যা করে আমাকে জেল হাজত খাটাইয়া মিথ্যা নারী নির্যাতন মামলা দেবে বলে হুমকী প্রদান করে। আমার স্ত্রী বদ রাগী খাম খেয়ালী ,২০১৪ সালে সে একবার বিষপান করেছিল।
তিনি অভিযোগে আরো বলেন আমার স্ত্রী ভাই শ্রীধামের পরামর্শে আমার সাক্ষর জাল করে আমার নাবালোক সন্তান তনয়ের ভবিষ্যৎ অন্ধকার করে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাত করে চিরতরে ভারতে চলে যাবেন বলে অভিযোগে উল্লেখ করেন। এ বিষয়ে শ্রীধাম দাস তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*