প্রধান মেনু

বাগেরহাটে শিশু পাচার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি ।।

শিশু পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২২ বাস্তবায়নে সমন্বয় কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে বাগেরহাটে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উদয়ন বাংলাদেশের কনফারেন্স রুমে বেসরকারি গবেষণা সংস্থা ইনসিডিনের অর্থায়নে ও উদয়ন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইশরাত জাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ধারণাপত্র পাঠ করেন ইনসিডিনের কো-অর্ডিনেটর অ্যাড. রফিকুল ইসলাম।

বিশেষ অথিতি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, কাউন্সিলর আবুল হাসেম শিপন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মনোয়ারা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, সমাজ সেবা কর্মকর্তা মনিরুজ্জামান, নারী নেত্রী অ্যাড. লুনা সিদ্দিকী, এনজিও প্রতিনিধি নিলুফা আক্তার ইতি, সাংবাদিক আজাদুল হক ও আলী আকবর টুটুল প্রমুখ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*