প্রধান মেনু

কীর্ত্তনখোলা নদীতে সাংবাদিক পরিচয়ে ইলিশ ধরার সময় ১০ জন আটক

আলোরকোল ডেস্ক ।।

বরিশালের কীর্ত্তনখোলা নদীতে সাংবাদিক পরিচয়ে ইলিশ ধরার সময় ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে মাছ ধরার একটি ট্রলার, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ঝন্টু, হাসিব, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাফিজুর রহমান ও রুহুল আমিন।

কোস্টগার্ডের কনটিজেন্ট কমান্ডার আবিদুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন। তিনি বলেন, ‘চক্রটি  কৌশলে প্রতি বছর ইলিশ শিকার করে আসছিল। এবারও একইভাবে এক রংয়ের গেঞ্জি পড়ে নিজেদের সাংবাদিক বলে মিথ্যা পরিচয় দিয়ে ইলিশ নিধন করছিল। এসময় কোস্টগার্ডের অভিযানে তাদের আটক করা হয়। নিজেদেরকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা চালালে পরে খবর নিয়ে জানা যায় তারা প্রতারক চক্র।’

মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, আটককৃতদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেখানে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*