প্রধান মেনু

শিশুসন্তান চুরি বাবার, উদ্ধার করল পুলিশ

আলোরকোল ডেস্ক ।।

প্রায় তিন বছর আগে স্ত্রী শিল্পী রানীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে স্বামী গৌতম শীলের। এরপর থেকে আলাদা বসবাস করছিলেন তাঁরা। গত ১৭ জুন বাবা গৌতম শীল ঢাকার তুরাক থানা সংলগ্ন দৌড়া-হরিরামপুর গ্রাম থেকে তাঁর শিশুসন্তানকে চুরি করে নিজের বাড়িতে নিয়ে আসেন।

চুরি হওয়ার দুই দিন পর তিন বছরের শিশুটিকে বরগুনার বেতাগী থেকে উদ্ধার করা হয়েছে। বেতাগী থানা পুলিশের সহায়তায় আজ শুক্রবার (২১ জুন) দুপুর ২টার সময় শিশুটির মায়ের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ১৭ জুন সকাল ৬টার দিকে ঢাকার তুরাক থানা সংলগ্ন দৌড়া-হরিরামপুর গ্রাম থেকে বিশ্বজিৎ নামের তিন বছরের শিশুটিকে চুরি করেন  বাবা গৌতম শীল। তিনি শিশুসন্তানকে বেতাগীর মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামে অবস্থিত নিজের বাড়িতে নিয়ে আসেন।

শিশুটির মা শিল্পী রানী বলেন, ‘বিয়ের এক বছরের মধ্যে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। প্রায় তিন বছর ধরে কোনো সম্পর্ক নেই। ক্ষিপ্ত হয়ে বাবা ছেলেকে চুরি করেন। তিনি ভয় দেখিয়ে পুনরায় সংসার করার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, এ বিষয়ে ঢাকার তুরাক থানায় একাধিবার গিয়েও কোনো  অভিযোগ লেখাতে পারিনি। পরে উপায় না পেয়ে বেতাগী থানায় আসি এবং ওসির সহায়তায় ছেলেকে উদ্ধার করি।’

শিশুটির বাবা গৌতম শীল বলেন, ‘আমার মা অসুস্থ আর তাই তাকে দেখানোর জন্যই আমার স্ত্রীকে না বলেই ছেলেকে নিয়ে গ্রামে চলে এসেছি। আমি আমার নিজের ছেলে কেন চুরি করবো।’ 

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘শিশুটি এখনও মায়ের  দুধ পান করে, পারিবারিক কোন্দলের কারণে কেন  সে মা ছাড়া থাকবে। তাই অভিযোগের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেছি। যদি এ ব্যাপারে কোন মামলা করা হয় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*