সুন্দরবনের কটকায় ১৮ ট্রলারসহ ৫৫ জেলে আটক
ডাঃ মো. ফয়সাল হোসেন এর আজকের কবিতা ”শিরোনামহীন’’

শিরোনামহীন -মোঃ ফয়সাল হোসেন চেয়ে দেখো – এখনি বৃষ্টি নামবে আমার চোখে। নেত্রপল্লবীতে কাঁপন হচ্ছে, একটু পরেই বোবা হবো হয়তো। অধোরে কাঁপা আওয়াজ শুনতে কি পাও?? এরপর আমার কাছে কিছু আর জানতে চাইবে না। বলা কথা বলতে বলতে, শূন্যতায় মিলে গেছে। শূণ্যপুরে আমারই বসবাস। শূন্য পথে হাটতে হাঁটতে আমি…….. আমি আমার রাজ্য গড়েছি। শূণ্য শব্দ, শূণ্য হৃদয়, শূণ্য আবেগ, শূণ্য নিবেদন। সব থাকিতেও শূন্যতা যার না পাওয়ার আক্ষেপ কাঁদায় না তাকে বরং হাসায়। সত্য বলতে যে সত্যিটা বলার বাকি, হবে না বলা কভু আর। বুঝে নিও। অজানা অনেকআরো পড়ুন