প্রধান মেনু

হেফাজত আমির মুহিবুল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে

আলোরকোল ডেস্ক।।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। গত রবিবার থেকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে বেসরকারি সেবা ক্লিনিকে চিকিৎসাধীন আছেন ৮৭ বয়সী এ হেফাজত নেতা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন বাবুনগরী। শনিবার সকালে তার শরীরে জ্বরের প্রকোপ দেখা দেয়। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গতকাল অবস্থার উন্নতি হয়েছে।

হেফাজতে নেতা ও মুহিবুল্লাহর মেয়ে জামাই মাওলানা মীর ইদ্রিস বলেন, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন হেফাজত আমির। গত রবিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল মঙ্গলবার অবস্থার উন্নতি হয়েছে। শিগগির তাকে বাসায় নেওয়া হবে। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর মহাসচিব জুনায়েদ বাবুনগরী আমির নির্বাচিত হন। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমেদ শফীর মৃত্যুর পর কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির নেতৃত্বে আসেন তিনি। গত ১৫ নভেম্বর সম্মেলন করে তাকে আমির ঘোষণা করা হয়। চলতি বছর ১৯ আগস্ট মুহিবুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*