প্রধান মেনু

হযরত খানজাহান (রহ:) মাজার শরীফে দুই দিনব্যাপী ওরশ শুরু

বাগেরহাট প্রতিনিধি ।।

হযরত খানজাহানের (রহ:) ৫৬০তম পবিত্র ওফাত দিবসে দুই দিনব্যাপী ওরশ সোমবার বাদ-আসর থেকে মাজার শরীফে শুরু হয়েছে।

হযরত খানজাহানের ওফাত দিবসে দুই দিনব্যাপী ওরশ, ধর্মীয় সমাবেশ ও দোয়া মাহফিল যোগ দিতে জড়ো হয়েছেন হাজার হাজার ভক্ত-আশেকান। 

ওরশ অনুষ্ঠান সুষ্ঠ ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 

মাজার শরীফের প্রধান খাদেম শের আলী ফকির জানান, হযরত খানজাহানের (রহ:) ওফাতের পর প্রতি বছর তার ভক্ত ও অনরাগীরা ওফাত দিবস পালন করে আসছেন।

এবছর হযরত খানজাহানের (রহ:) ৫৬০তম পবিত্র ওফাত দিবসে তাঁর মাজার শরীফে দুই দিনব্যাপী ওরশ, ধর্মীয় সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল (সোমবার) বাদ-আসর থেকে মাজার শরীফে শুরু হয় অনুষ্ঠান।

মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর আখেরী মোনাজান ও দেশের বিভিন্ন প্রান্ত হতে মাজার শরীফে আসা হাজার-হাজার ভক্ত-আশেকানদের মাঝে ওরশের তাবারক বিতরনের মধ্যে শেষ হবে হযরত খানজাহানের (রহ:) ৫৬০তম পবিত্র ওফাত দিবসের অনুষ্ঠান।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল জানান, হযরত খানজাহানের (রহ:) ৫৬০তম পবিত্র ওফাত দিবস উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*