প্রধান মেনু

সুপেয় পানির চাহিদা পূরণে মোংলায় বরাদ্দ পাচ্ছে নতুন প্রকল্প

মোংলা প্রতিনিধি ।।
লবণ পানি অধ্যুষিত উপকূলের মানুষের সুপেয় পানির চাহিদা মিটাতে মোংলায় বরাদ্দ পাচ্ছে পানি সরবরাহের নতুন প্রকল্প।

নতুন এ প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাইয়ে বৃহস্পতিবার মোংলা পোর্ট পৌরসভার পানি সরবরাহ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের একটি দল।

পরিকল্পনা মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারী মো: আমিনুল হকের নেতৃত্বাধীন এ দলটি পৌরসভার পানি সরবরাহ এলাকার দুইটি প্রকল্প ঘুরে দেখেন। দলটি দ্বিতীয় দফার সদ্য সমাপ্ত প্রকল্পের কাজের মানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এবং চাহিদা থাকায় নুতন আরো একটি প্রকল্প স্থাপনের কথা জানান। এ সময় দলের নেতৃত্বদানকারী আমিনুল হক বলেন, মোংলা পোর্ট পৌরসভার বাসিন্দাদের সুপেয় পানির চাহিদা মিটাতে দ্রæত আরো একটি নতুন প্রকল্প স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।

এ এলাকার মানুষের চাহিদা পূরণে একই ধরণের আরো প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে বলেই শীঘ্রই নতুন প্রকল্পের বরাদ্দ দেয়া হবে মোংলার জন্য।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী এস এম ওয়াহিদুল ইসলাম, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী এস এম শামীম আহমেদ ও মোংলার নির্বাহী প্রকৌশলী খায়রুল হাসান। #






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*