প্রধান মেনু

তক্ষকটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে

সুন্দরবন থেকে শটগান , তাজা গুলি ও তক্ষক উদ্ধার

মোংলা প্রতিনিধি ।।

সুন্দরবন থেকে তিনটি বিদেশী শটগান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। বুধবার (২৪ জুলাই) সকালে সুন্দরবনের আন্ধারমানিক খাল সংলগ্ন এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া মোংলার লাউডোব ঘাট এলাকা থেকে একটি বিরল প্রজাতি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কয়রা থানায় এবং তক্ষকটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য করমজালফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আলমাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্দারমানিক খাল এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশী শটগান ও ৪টি তাজা গুলি উদ্ধার করা হয়েচে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

লাউডোব ঘাট থেকে উদ্ধার করা বিরল প্রজাতি তক্ষকটি সুন্দরবনে অবমুক্তকরণের জন্য করমজল ফরেস্ট স্টেশনের কর্মকর্তাদের কাছে প্রদান করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*