প্রধান মেনু

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার না করার অঙ্গীকার করেছেন শরণখোলার জেলেরা

আলোরকোল ডেস্ক ।।

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার করবেন না বলে অঙ্গীকার করেছেন তিন শতাধিক মৎস্যজীবী। কেউ যদি এমন অপরাধের সঙ্গে জড়িত হয় তাকে আইনের হাতে তুলে দেবেন তারা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বনবিভাগ ও সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) যৌথ আয়োজনে বিষমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত এক গণসচেতনতামূলক সভায় উপস্থিত মৎস্যজীবীরা এ অঙ্গীকার করেন। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সন্নিহিত খুঁড়িয়াখালী প্রদীপন সাইক্লোন শেল্টার ভবনে এ সভায় অনুষ্ঠিত হয়।

সিএসসির সহসভাপতি এম ওয়াদুদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূর্ব বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপাই রেঞ্জের এসিএফ শাহিন কবির। 

সিএসরি কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনোতোষ অরবিন্দ, তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, বগী

স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, মৎস্যজীবী সমিতির সভাপতি সোলায়মান ফরাজী, মৎস্য ডিপো মালিকদের পক্ষে মো. খলিলুর রহমান পান্না, সুন্দরবন সুরক্ষায়

নিয়োজিত পিপলস ফোরামের সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার, ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার, টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য মো. জাকারিয়া, সিপিজি সভাপতি খলিল জমাদ্দার প্রমুখ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*