প্রধান মেনু

সুন্দরবনের র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

মোংলা প্রতিনিধি ।।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জংড়া খালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহতরা হলেন জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক এবং সেকেন্ড ইন কমান্ড বেল্লাল। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়।

আলোরকোল .কমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান।

এদিকে র‌্যাব সূত্রে জানা যায়, জেলেদের নিরাপত্তা এবং দস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাবের নিয়মিত টহল দল ভোরে জংড়া খাল এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সেখানে থাকা জলদস্যু খালেক বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যু বাহিনীর প্রধান খালেক ও সেকেন্ড ইন কমান্ড বেল্লাল গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা পালিয়ে যান।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*